Friday, October 13, 2017

IP Camera | Night Vision Camera | CCTV Camera Price in Bangladesh

IP Camera | Night Vision Camera | CCTV Camera Price in Bangladesh

CCTV Camera in Bangladesh


সিসিটিভি ক্যামেরার প্রতি বিশ্বাস বেড়েছে সাধারণ মানুষের। সরকারি-বেসরকারি অফিস-আদালত, পাড়া-মহল্লা, বিপণি বিতান, বাসাবাড়ি এমনকি ব্যক্তিগত কক্ষেও অনেকে বসাচ্ছেন এ যন্ত্র। আর এতেই ক্রমেই জমে উঠেছে সিটিসিভির ব্যবসাও। কোথাও কোনো নিরাপত্তাহীনতা কিংবা অপ্রীতিকর ঘটনা সম্ভাবনা রয়েছে এমন স্থানেই বসানো হচ্ছে আধুনিক এ যন্ত্র। সহজলভ্য এবং সহজপ্রাপ্য হওয়ায় এটিকেই সবচেয়ে বড় ভরসার কেন্দ্রবিন্দু বলে মনে করেন সাধারণ মানুষ।

Home Security Product in Bangladesh


একসময় শুধু গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর স্থান-স্থাপনা ও অফিসে এটি ব্যবহার হতো। গত ২ থেকে ৩ বছর ধরে সাধারণ মানুষও এসবের দিকে ঝুঁকে পড়েছে। ব্যবসায়ীদের মতে, সহজলভ্য ও সহজপ্রাপ্যতার পাশাপাশি পরিচালনা পদ্ধতিও খুব সহজ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এর আকর্ষণ বেশি। এর ফলে মানুষ নিজের নিরাপত্তা ব্যবস্থা এখন নিজেই নিশ্চিত করতে পারছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধীরা ধরা পড়ছে, শনাক্ত হচ্ছে অথবা কোনো অপরাধের ক্লু বের হচ্ছেÑ গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ দেখেও সাধারণ মানুষ উৎসাহ পাচ্ছে সিসিটিভি ক্যামেরা ব্যবহারে।

CCTV Camera Price in Bangladesh


বর্তমান যুগে অপরাধ দমনে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী সিসিটিভি ক্যামেরাকেই প্রাধান্য দিয়েছে সবচেয়ে বেশি। জাতীয় পর্যায়ের বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, রাস্তাঘাট, স্পর্শকাতর স্থান-ভবন সবকিছুই মনিটরিং করতে তারা সিসিটিভির আশ্রয় নেন। ২১ ফেব্রুয়ারির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বইমেলা কিংবা বিজয় দিবসের সময় জাতীয় স্টেডিয়াম, স্বাধীনতা দিবসের সময় জাতীয় স্মৃতিসৌধসহ প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোয় সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ডাকাতির ঘটনায় প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেও স্থাপন করা হয়েছে এ ক্যামেরা।

IP Camera Price in BD


এসব ক্যামেরার মধ্যে রয়েছে অ্যানালগ, ডিজিটাল এবং নেটওয়ার্কিং সিস্টেম ক্যামেরা। আবার কোনোটি রয়েছে যাতে তার ব্যবহার করা হয় না, এর নাম ইন্টারনেট প্রোটকল (আইপি) ক্যামেরা। এর দামও সিসিটিভি ক্যামেরার মতোই। এর সঙ্গে সম্পূর্ণভাবে ইন্টারনেট নির্ভর। এর মনিটর হিসেবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল, আইফোন অর্থাৎ স্মার্টফোনও ব্যবহার করা যায়। ব্যবহারকারী বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরায় ধারণ করা ছবি-ভিডিও দেখতে ও রেকর্ড করতে পারবেন। এছাড়া কেউ চাইলে ইন্টারনেট সুবিধাযুক্ত ডেক্সটপ-ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতে পারেন।

CCTV Camera Price in Bangladesh
এছাড়া নেটওয়ার্কিং সিস্টেম সিসিটিভি ক্যামেরাও এর মতোই। তবে এর সঙ্গে তার ব্যবহার করা হয়, যুক্ত করতে হয় ইন্টারনেট সুবিধা সম্পন্ন ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর)। এসবের মধ্যেও রয়েছে শ্রেণিবিভাগ। কোনোটির মধ্যে যুক্ত করা যায় ৪টি, কোনোটির মধ্যে ৮টি বা ১৬টি ক্যামেরা। অ্যানালগ ও ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে ইন্টারনেট দরকার হয় না। সাধারণ নিয়মেই ডিভিআর ও টিভি দিয়ে এসব দেখা যায়। এক্ষেত্রে পিকচার টিউববিহীন টেলিভিশনই সবচেয়ে শ্রেয় বলে জানান ব্যবসায়ীরা। কারণ এটি স্থাপন সহজ, ওজন কম, দেখতেও আকর্ষণীয়। এসব ক্যামেরা দিয়ে দিনেও যেমন ছবি বা ভিডিও করা সম্ভব। তেমনি গভীর রাতেও কৃত্রিম বাতি ছাড়াও ভিডিও করা সম্ভব।

বাংলাদেশে যুক্তরাজ্য, তাইওয়ান, চীনের তৈরি সিসিটিভি ও আইপি ক্যামেরাই সবচেয়ে বেশি পাওয়া যায়। সবচেয়ে ভাল ক্যামেরা যুক্তরাজ্যের, এর দামও বেশি। দাম ও মানের দিক থেকে এর পরের কাতারে তাইওয়ান ও চীনের তৈরি ক্যামেরা। মান ও আকারের দিক থেকে এসবের এক একটির দাম পড়ে কমপক্ষে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০টাকা, সর্বোচ্চ ৬০ হাজার টাকা। ব্যবসায়ীরা আরও জানান, আইপি ক্যামেরার চেয়ে সিসিটিভি ক্যামেরার ক্রেতাই বেশি এবং অ্যানালগের চেয়ে বর্তমানে ডিজিটাল ক্যামেরাই বেশি বিক্রি হচ্ছে।

Get Your best CCTV Camera Price in Bangladesh


আপনার দোকান , বাসাবাড়ি, কারখানা,অফিস, স্কুল-কলেজ সহ যে কোন প্রতিষ্ঠানে স্থাপন করতে যোগাযোগ করুন । সল্প মূল্যে সকল ওয়াইফাই ক্যামেরা সহ সকল প্রকার সিসিটিভি লাগাতে সাহায্য করি।

Find CCTV Camera Price in Bangladesh




HOTLINE : 01640-737339


Home Security Systems, Bangladesh
Contact : 01640737339

বাংলাদেশের যেকোনো জেলায় আমরা সেবা প্রদান করি।

বিস্তারিত জানতে ফোন করুন :  01640737339 

1 comment:

  1. Lock Systems Replacement Parts the traditional keys with better and more secure automation features like remote locking and unlocking. In these locks, a latch or bolt is made to cross the opening between the side of the door and the doorframe, thereby preventing access.

    ReplyDelete

CCTV Camera in Dhaka - IP Camera, Access control & Security Alarm

CCTV Camera in Dhaka - IP Camera, Access control & Security Alarm Office & Home Security Systems supplier in Bangladesh CCT...